বিস্তারিত
বাংলাদেশ নির্বাচন কমিশন
উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়
চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ
www.ecs.gov.bd
জাতীয় পরিচয়পত্র সংশোধনে করনীয়:
- www.services.nidw.gov.bd ওয়েব সাইট ব্যবহার করে আবেদনকারী তার জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের জন্য আবেদন করতে পারবেন ।
- স্থায়ী ঠিকানা/স্বাক্ষর/ছবি পরিবর্তনের জন্য আবেদনকারীকে স্বশরিরে উপজেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে
- সংশোধনের জন্য আবেদনকারীকে নির্দিষ্ট পরিমান ফি অনলাইন ব্যাংকের (বিকাশ/রকেট/নগদ এপস) মাধ্যমে প্রদান করতে হবে ।
- সাধারণ অংশ সংশোধন ফি: ১ম বার= ফি ২০০/- ভ্যাট- ৩০/-, ২য় বার= ফি ৩০০/- ভ্যাট- ৪৫/-, ৩য় বার= ফি ৪০০/- ভ্যাট ৬০/-
- উভয় অংশ সংশোধন ফি: ১ম বার= ৩০০/- ভ্যাট- ৪৫/- ২য় বার= ৪০০/- ভ্যাট ৬০/-
- সংশোধনের সময় সংশোধনের স্বপক্ষে প্রয়োজনমত নথি সংযুক্ত করতে হবে ।
- আবেদনকারী তার সংশোধনের বিষয়ে মেসেজের (১০৫ নম্বর) মাধ্যমে জানতে পারবেন । প্রয়োজনে সংশ্লিষ্ট অফিসে খোজ নিতে পারবেন ।
- জটিল সংশোধনের ক্ষেত্রে উপজেলা/জেলা/আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কর্তৃক তদন্ত করা হতে পারে ।
- কিছু ক্ষেত্রে সংশোধনের আবেদন পর্যালোচনার জন্য মেসেজের মাধ্যমে অতিরিক্ত নথি অথবা স্বাক্ষাতকারের জন্য মেসেজের মাধ্যমে জানানো হবে ।