বাংলাদেশ নির্বাচন কমিশন
উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়
চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ
নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে করণীয় ও প্রয়োজনীয় কাগজপত্রাদির তালিকা
১। www.services.nidw.gov.bd ওয়েব সাইট ব্যবহার করে নিবন্ধন ফরম-২ (জন্ম সনদ, শিক্ষা সনদ, পিতা-মাতা ও স্বামী/স্ত্রীর NID অনুসারে) যথাযথ ভাবে পূরণ করতে হবে;
২। ফরম-২ এর অপর পৃষ্ঠায় সনাক্তকারী হিসেবে সংশ্লিষ্ট ভোটার এলাকার একজন ভোটারের ৩৪ নং ক্রমিকে জাতীয় পরিচয়পত্র নম্বর ও ৩৫নং ক্রমিকে স্বাক্ষর দিতে হবে
৩। ৪০, ৪১ ও ৪২ নং ক্রমিকে সংশ্লিষ্ট ভোটার এলাকার জনপ্রতিনিধির নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর ও স্বাক্ষরসহ সীল
৪। অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি
৫। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (৫ম/৮ম/মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক/ স্নাতক/স্নাতোকোত্তর)
৬। পিতা-মাতা, স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
৭। পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/রক্তের গ্রুপ পরীক্ষার সনদের সত্যায়িত অনুলিপি (প্রযোজ্য ক্ষেত্রে)
৮। বর্তমানে বসবাসরত বাড়ীর বিদ্যুৎ/ পানি বিলের অনুলিপি
৯। পৌর হোল্ডিং ট্যাক্স/ চৌকিদারি ট্যাক্স রসিদ এর সত্যায়িত অনুলিপি
১০। নিকাহ্নামা এর সত্যায়িত অনুলিপি (প্রযোজ্য ক্ষেত্রে)
১১। আবেদনকারীকে স্ব-শরীরে শুনানীতে অংশ গ্রহণ করতে হবে
১২ । আবেদন ফরমে দাখিলকৃত মোবাইল নম্বরে নির্বাচন কমিশনের সার্ভার হতে মেসেজ/ ফোন কল প্রাপ্ত হবেন। উক্ত ম্যাসেজ/ফোন কলের তারিখ ও সময় অনুযায়ী ছবি উত্তোলনের জন্য উপজেলা নির্বাচন অফিস, চাঁপাইনবাবগঞ্জ সদরে যোগাযোগ করবেন। ছবি উত্তোলনের দিন উক্ত স্লিপ সাথে নিয়ে আসতে হবে । ছবি উত্তোলনের সময় গোল গলার গেন্জি, সাদা, কালো, হলুদ কালারের পোশাক পরিধান করবেন না। (শার্ট বা গেঞ্জির অবশ্যই কলার থাকতে হবে)
১৩ । ছবি উত্তোলনের কিছুদিনের মধ্যে নির্বাচন কমিশনের সার্ভার হতে (১০৫ নম্বর হতে) NID নম্বর সম্বলিত একটি কনফার্মেশন মেসেজ পাবেন । মেসেজ প্রাপ্তি স্বাপেক্ষে www.services.nidw.gov.bd ওয়েব সাইট ব্যবহার করে NID Card ডাউনলোড করবেন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস