Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নতুন ভোটার নিবন্ধন
বিস্তারিত

বাংলাদেশ নির্বাচন কমিশন

উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়

চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ

www.ecs.gov.bd


নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে করণীয়  প্রয়োজনীয় কাগজপত্রাদির তালিকা


১। www.services.nidw.gov.bd ওয়েব সাইট ব্যবহার করে নিবন্ধন ফরম-২ (জন্ম সনদ, শিক্ষা সনদ, পিতা-মাতা ও স্বামী/স্ত্রীর NID অনুসারে) যথাযথ ভাবে পূরণ করতে হবে;

২। ফরম-২ এর অপর পৃষ্ঠায় সনাক্তকারী হিসেবে সংশ্লিষ্ট ভোটার এলাকার একজন ভোটারের ৩৪ নং ক্রমিকে জাতীয় পরিচয়পত্র নম্বর ও ৩৫নং ক্রমিকে স্বাক্ষর দিতে হবে

৩। ৪০, ৪১ ও ৪২ নং ক্রমিকে সংশ্লিষ্ট ভোটার এলাকার জনপ্রতিনিধির নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর ও স্বাক্ষরসহ সীল

৪।  অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি

৫। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (৫ম/৮ম/মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক/ স্নাতক/স্নাতোকোত্তর)

৬। পিতা-মাতা, স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

৭। পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/রক্তের গ্রুপ পরীক্ষার সনদের সত্যায়িত অনুলিপি (প্রযোজ্য ক্ষেত্রে)

৮। বর্তমানে বসবাসরত বাড়ীর বিদ্যুৎ/ পানি বিলের অনুলিপি

৯। পৌর হোল্ডিং ট্যাক্স/ চৌকিদারি ট্যাক্স রসিদ এর সত্যায়িত অনুলিপি

১০। নিকাহ্‌নামা এর সত্যায়িত অনুলিপি (প্রযোজ্য ক্ষেত্রে)

 ১১। আবেদনকারীকে স্ব-শরীরে শুনানীতে অংশ গ্রহণ করতে হবে

১২ । আবেদন ফরমে দাখিলকৃত মোবাইল নম্বরে নির্বাচন কমিশনের সার্ভার হতে মেসেজ/ ফোন কল প্রাপ্ত হবেন। উক্ত ম্যাসেজ/ফোন কলের তারিখ ও সময় অনুযায়ী ছবি উত্তোলনের জন্য উপজেলা নির্বাচন অফিস, চাঁপাইনবাবগঞ্জ সদরে যোগাযোগ করবেন। ছবি উত্তোলনের দিন উক্ত স্লিপ সাথে নিয়ে আসতে হবে । ছবি উত্তোলনের সময় গোল গলার গেন্জি, সাদা, কালো, হলুদ কালারের পোশাক পরিধান করবেন না। (শার্ট বা গেঞ্জির অবশ্যই কলার থাকতে হবে)    

১৩ । ছবি উত্তোলনের কিছুদিনের মধ্যে নির্বাচন কমিশনের সার্ভার হতে (১০৫ নম্বর হতে) NID নম্বর সম্বলিত একটি কনফার্মেশন মেসেজ পাবেন । মেসেজ প্রাপ্তি স্বাপেক্ষে www.services.nidw.gov.bd ওয়েব সাইট ব্যবহার করে NID Card ডাউনলোড করবেন ।